জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার শীতবস্ত্র বিতরণ কারা হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি।
শুক্রবার(৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, সাবেক সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম ভিপি, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল , উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ,কে,এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরিষাবাড়ী কলেজ ছাত্র সংসদের জি এস রাজন আহমেদ প্রমূখ।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ