চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রহমাতুল্লিল আ’লামিন (সাঃ) এর শুভ আগমন ও ওরছে গাউছুল আজম দস্তগীর (রাঃ) উপলক্ষে ১৮তম ৩ দিন ব্যাপী আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল খতমে বোখারী শরীফ, খতমে কোরআন মাজিদ, খতমে গাউসিয়া শরীফ, মিলাদ মাহফিল ও ২দিন ব্যাপী দুঃস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
এছাড়া মাহফিলে আগতদের মাঝে বিনামূল্যে কোরআন মাজিদ, বিভিন্ন কিতাব এবং উন্মুক্ত তবারক বিতরণ করা হয়েছে।
গত সোমবার, মঙ্গলবার ও বুধবার (২, ৩ ও ৪ জানুয়ারি) উপজেলার উত্তর সারোয়াতলী মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের ১ম দিনে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে তকরির পেশ করেন ভারতের ইউপি কাচৌচা শরীফের সাজ্জাদানশীন, আলে রাসূল (দ.) আওলাদে গাউসুল আজম, ক্বায়েদে মিল্লাত, হযরতুল আল্লামা সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী (মা. জি. আ)।
কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী, আছাদিয়া নূরীয়া সেহাবিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ মাহফুজুল হক।
সমাপনী দিনে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালেশিয়ার সাবেক লেকচারার ড. মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আযহারী, কাটির হাট মুফিদুল ইসলাম ফাযিল মাদরাসার আরবী প্রভাষক হযরতুলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাদানিয়া ওয়াইসিয়া দারুচ্ছুন্নাহ মাদরাসা, ঢাকার পরিচালক মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদী, করলডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসা বোয়ালখালীর সহ সুপার মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী।
বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন।
মুহাম্মদ আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সুনীল দাশ,বতর্মান ইউপি সদস্য আবদুল জলিল, সংগঠনের সদস্য মোঃ সোলাইমান, হাজী আবু তাহের, মুহাম্মদ আবুল মনছুর, মুহাম্মদ এহছানুল হক, মুহাম্মদ আবদুস সালাম, মুহাম্মদ অহিদুল আলম ওয়াহিদ প্রমুখ।
দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী।