ফরিদপুরের সালথা উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা আ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে শনিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এই বর্ণাঢ্য র্যালীর শুভ উদ্বোধন করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কশিনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষিকলীগের সভাপতি সেলিম মোল্লা,
সালথা থানার উপপরিদর্শক (এস আই) রায়হান আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলাম,সাধারণ সম্পাদক জাহিদুর রহমান উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি
প্রমুখ।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।