বরিশাল কাউনিয়া প্রধান সড়কে অবস্থিত অপরাজিতা কুঞ্জ আশ্রম শ্রী শ্রী বাসুদেব মন্দিরটি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার নিমিত্তে এলাকার ভক্তবৃন্দদের সমন্বয় গত ১৪/০১/২০২৩ ইং তারিখ মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সবাইর সর্বসম্মতিক্রমে অপরাজিতা কুঞ্জ আশ্রম শ্রী শ্রী বাসুদেব মন্দির পরিচালনার নিমিত্তে বীর মুক্তিযোদ্ধা শ্রী অমর কুমার পুশিলালকে সভাপতি ও শ্রী কিশোর কুমার মিস্ত্রীকে সাধারন সম্পাদক করে মন্দির পরিচালনা পরিষদ গঠন করা হয়।অপরাজিতা কুঞ্জ আশ্রম শ্রী শ্রী বাসুদেব মন্দিরের কমিটি গঠন করা হয়,
অত্র মন্দিরের সকল সদস্য ও ভক্তবৃন্দুর উপস্থিতি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে,বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ এর কাছে জমা দেয়ার জন্য নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে অনুরোধ করা হয়,অপরাজিতা কুঞ্জ আশ্রম শ্রী শ্রী বাসুদেব মন্দির বরিশালের সর্ব প্রাচীন মন্দির এই মন্দির স্থাপিত হয় ১৩৩৯ খ্রিস্টাব্দে অত্র মন্দিরে শ্রী শ্রী বাসুদেব ঠাকুরের পূজা,শুভ জন্মাষ্টমী উৎসব,দুর্গাপূজা, কালীপূজা,শীতলা পূজা,
মনসা পূজা,লক্ষ্মী পূজা,সরস্বতী পূজা,সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান হয়ে থাকে,নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শ্রী কিশোর কুমার মিস্ত্রি,উপস্থিতি সকল ভক্তবৃন্দর কাছে,কৃতজ্ঞতা প্রকাশ ও মন্দির পরিচালনা করার জন্য সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ