পাপন দাস ( ৮) নামে একজন প্রতিবন্ধী ছেলে মঙ্গলবার (১০ই জানুয়ারি) বন্দরটিলা জেলেপাড়া থেকে হারিয়ে গেছে।
হারানোর সময় ছেলেটির গায়ে ছিল সাদা রঙের গেঞ্জি, পরনে ছিল চকলেট কালার প্যান্ট, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো, মুখমন্ডল গোল, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি।
এ বিষয়ে ইপিজেড থানায় জানানো হয়েছে – যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
(যোগাযোগের ঠিকানা:)
ছেলেটির নামঃ পাপন দাস বয়স ০৮ বছর বাবার নামঃ শুকুমার দাস, মাতাঃ পুতুল দাস,
দক্ষিণ হালিশহর বন্দরটিলা জেলেপাড়া থানা ইপিজেড জেলা, চট্রগ্রাম:-০১৯৭৬-৬০৬৪৩৬//০১৮২৬-৬৬০৬৪৩ অনুগ্রহ পূর্বক এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।