ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়ার সন্তান চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে রাজাপুরের সংগীত শিল্পীদেরসহ বিভিন্ন স্থানের ৩ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার (২০জানুয়ারী) সকালে উপজেলার পূর্ব রাজাপুর ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এ কম্বল বিতরনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের পিতা মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক ওসি মনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ ও সমাজসেবক শাহ জাহান মোল্লা, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সহ সভাপতি আলমগীর শরীফ, গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপ্পি, ইউপি সদস্য ও কন্ঠশিল্পী ছালাম আলমগীর, ইউপি সদস্য মরিয়ম বেগম, ছালমা যুব সংস্থার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাবেক ওসি মনোয়ার হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তার সংগঠনের পক্ষ থেকে এবং এসপি মামুনের সার্বিক সহযোগিতায় ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল, ২ শতাধিক পরিবারে জ্যাকেট ও ২ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের কানটুপি বিতরন করা হচ্ছে।