ফরিদপুরের বোয়ালমারীতে শীত যখন জেঁকে বসেছে তখন শীতার্ত অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল নিয়ে
হাজির হয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লিয়াকত শিকদার।
শনিবার বিকেলে উপজেলার ডাকবাংলোতে শীতার্ত সহস্রাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. লিয়াকত শিকদার আলফাডাঙ্গা, মধুখালীতেও ২ হাজার কম্বল বিতরণ করেন।
ডাকবাংলো প্রঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, এ্যাড. লিয়াকত শিকদার।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাহাতুল আকতার তপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সাধারন সম্পাদক শেখ তাহিদুর রহমান মুক্ত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব তারা মোল্যা প্রমুক। আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মী এ সময় উপাস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ