ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে শপথ গ্রহণ হয়েছে। মঙ্গলবার(২৪-১-২৩) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রফিকুল হক মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
আলফাডাঙ্গা সদর,বুড়াইচ ও গোপালপুর ইউনিয়নে ২৭ জন ইউপি সদস্য ( মেম্বার) ও ৯ জন সংরক্ষিত নারী সদস্য উপস্থিত ছিলেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, উপজেলা ভাইচ- চেয়ারম্যান লায়লা পারভীন।নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ইউএনও রফিকুল হক বলেন, দেশে ও ইউনিয়ন জনগনের স্বার্থে নিজেকে সর্বদা নিয়োজিত রেখে ঐক্যবদ্বভাবে কাজ করার আহবান করেন।