ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা শাহানা ফাউন্ডেশন উষ্ণতার ছোঁয়ায় শীতার্ত মানুষের পাশে থেকে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে।
গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) ৮ নং ওয়ার্ড মিঠাপুর দারুছছুন্নাহ গোরস্থান মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠে সকাল ১১ টার দিকে আলোচনা সভার শেষে ১০০ টি শীত বস্ত্র মাদ্রাসা ছাত্রদের(এতিম ও অসহায়) হাতে তুলে দেন।
সভাপতিত্ব করেন, মো. মহাব্বত মুন্সী। সঞ্চালনায় সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক রিশাদ শেখ শাহানা ফাউন্ডেশন । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের,বিশেষ অতিথি শাহানা।
ফাউন্ডেশন কেন্দ্রীয় শাখা সহ সভাপতি ও সাধারণ সম্পাদক ডা. এম এ হাসান, এবং মো. সেলিম প্রধান,পরিচালক মো. রাসেল,অত্র মাদ্রাসা মুহতামিম মুফতি মো. সিরাজুল ইসলাম ।
বক্তারা বলেন, শাহানা ফাউন্ডেশন ২০২১ সালে ২১ শে অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়। মানবতার সেবায় কাজ করাই এর মূল লক্ষ্য ও প্রতিষ্ঠিত।এই পর্যন্ত ৭ টি প্রোগ্রাম করে বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে।সকল বিত্তবানদের তাদের সাধ্য মত গরিব, অসহায়, এতিমদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন। তারা সব সময় এ ধরনের মহৎ উদ্যোগের কাজ করে যাবে বলে ঘোষণা দেন।
আয়োজনে আলফাডাঙ্গা, বোয়ালমারী- সহস্রাইল শাখার শাহানা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।