ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি হালটের গাছ কাটার অভিযোগ গ্রাম পুলিশ দেলোয়ারের বিরুদ্ধে। গাছটি বিক্রির করেছেন আতিয়ার রহমান। আতিয়ার রহমান চতুল ইউনিয়নের বাইখীর বনচাকী গ্রামের বাসিন্দা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বনচাকী গ্রামের সরকারি হালটের সিমানার রেন্টিগাছ প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি করেছেন।
গাছটি ক্রয় করেছেন চতুল ইউনিয়নের দায়ীত্বে থাকা গ্রাম পুলিশ মো. দেলোয়ার। দেলোয়ার রহমান রাস্তার পাশে ও হালটের গাছ প্রায় সই নানা ঝামেলা ও ভয় দেখিয়ে অল্প দামে ক্রয় করে থাকেন বলেও একাধীক অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক লোকজন বলেন, গ্রাম পুলিশ দেলোয়ার সরকারি সীমানার গাছ অল্প দামে ক্রয় করেন। তিনি সাধারন মানুষকে নানা ভয় ভীতি এবং বিভিন্ন অফিসকে ম্যানেজ করার কথা বলে এ অপকর্ম করে থাকেন । এতে করে সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি পরিবেশও ঝুঁকিতে পড়ছে। তাঁর এ অপকর্ম থামানো না গেলে সরকারি গাছ গুলো অনায়াসে বিলুপ্ত হয়ে যাবে বলে দাবী করেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে গ্রাম পুলিশ দেলোয়ার মুখ খুলতে চান না। তবে সাংবাদিক গাছের পিকচার তুলতে গেলে তিনি চটে গিয়ে অসৌজন্য মূলক আচরণ করেন। সরকারি গাছ কাটছেন কেন বললে, গ্রাম পুলিশ বলেন, এই গাছ হলো আমার মেয়ে! আপনি আমার মেয়ের ছবি তুলবেন, অনুমতি নিয়েছেন কি?
তাৎক্ষণিক একজন তাঁর এ প্রশ্নের জবাবে বলেন, সাংবাদিক আপনার মেয়ে (গাছ) এর ছবি তুললে তাঁর অপরাধ হয়। তাহলে মেয়েকে (গাছ) কাটার দায়ে আপনার ফাঁসি হওয়া উচিত।
চতুল ইউনিয়নের ভূমি অফিসের দায়ীত্বে থাকা মো. রাসেল খান বলেন, ঘটনা স্থল পরিদর্শনে গিয়ে দেখা হবে। সরকারি হালটের গাছ হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ