ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী রিজিয়া রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।
এসময় উপস্থিত ছিলেন- স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আলিম মোল্লা, আবু রাহাত খান (সিরাজ খান), সাইফুল খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকরামুল হক, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান, সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ পদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর ওয়াহাব,
জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহিনুর রহমান, বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলাম , সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আবু সাঈদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে শিশুদের মেধার বিকাশ ঘটে। যারা খেলাধুলা করে তাদের মনে কুবুদ্ধি থাকে না। তাই লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা করতে হবে।
ছাত্রদের উদ্দেশ্য তিনি আরে বলেন, আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, তোমরা লেখাপড়া করে বড় হয়ে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা শিশুদের স্কুলে পাঠাবেন। মায়েদের হাত ধরে শিশুরা জীবন গড়বে। বড় হয়ে এই শিশুরা একদিন দেশের হাল ধরবে, দেশ পরিচালনা করবে। সবাই মিলে শিক্ষা বান্ধব সমাজ গড়ে তুলতে হবে।