নীলফামারীর কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মশিয়ার রহমান নামে এক যুবক আত্মহত্যা করেছেন। উপজেলার রণচন্ডি ইউনিয়নের কিশামত বীরচরণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের কান্দুরা মামুদের ছেলে। তার ৫ বছরের একটি ছেলে ও ৩ বছর বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, দুই বছর ধরে মশিয়ার মানসিক সমস্যায় ভুগছিল। সকালে তার বাবা তাকে রংপুর হাসপাতালে নিয়ে যেতে চাই। চিকিৎসার জন্য হাসপাতালে যেতে অস্বীকৃতি জানায়। পরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাড়ির পাশের দোলার বাঁশঝাড়ের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেয়।
বিষয়টি নিশ্চিত করে রণচন্ডি ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, তার মানসিক সমস্যা ছিল।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শরীফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে।জ