পাবনায় যৌন উত্তেজক সিরাপ বাজারজাত করছে অবৈধ ইউনানী কোম্পানি রিবার্থ ইউনানী ড্রাগস্ ল্যাবরেটরিজ।অনুসন্ধান সুত্রে জানা যায়, অবৈধ ইউনানী কোম্পানি রিবার্থ ইউনানী ড্রাগস ল্যাবরেটরিজ দীর্ঘ এক যুগের বেশি সময় অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ 'নিয়ালা শরবত জিনসিন' বাজারজাত করছে।
জনবল ছাড়া আবাসিক বাসায় যৌন উত্তেজক সিরাপ ছাড়াও বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট তৈরী করছে অবৈধ কোম্পানি। এছাড়াও আব্দুল হামিদ রোডের সাত্তার বিশ্বাস মার্কেট এর উপরে ভাড়া আবাসিক বাসায় অনুমোদনহীন লেভেল লাগিয়ে 'হিলেট' নামক গ্যাস্ট্রিক নিধোরক ও রুচিবর্ধক ঔষুধ বাজারজাত করে আসছে। ঔষুধ প্রশাসনের নিয়ম অনুযায়ী দুই বছর পরপর লাইসেন্স নবায়নের নিয়ম থাকলেও ২০০৯ সালে থেকে দীর্ঘদিন যাবত রিবার্থ ইউনানী ল্যাবরেটরিজ এর সত্ত্বাধিকারী হাকিম মো: শরিফুল ইসলাম অবৈধ উপায়ে অনুমোদনহীন ঔষুধ বাজারজাত করে আসছে।
বেশ কয়েকবার ডিবি পুলিশ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঁচামাল জব্দ করে ও জরিমানা আদায় করে। হাকিম মো: শরিফুল ইসলাম মুচলেকা দিয়ে অবৈধ ব্যবসা করবে না বলে জানালেও পরবর্তীতে প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হয়। হাকিম শরিফুল ইসলাম বর্তমানে শহরের সাত্তার বিশ্বাস মার্কেট এর নিচতলায় শোভা হেলথ্ রেমিডি নামক নিজস্ব চেম্বার হইতে অবৈধ যৌনউত্তেজক সিরাপ ও ট্যাবলেট দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছে।
এ বিষয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি জানান, অভিযোগ পাওয়া গেছে৷ তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে হাকিম মো: শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আগেই কিছু করা দরকার নেই ভাই, আপনি আমার সাথে সাক্ষাৎ করুন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ