গত ৪ ফেব্রুয়ারী বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সামনে বসাকে কেন্দ্র করে রূপগঞ্জ বিএনপির দুই সংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সুত্রের খবর এই সংঘর্ষে তারাব পৌর ছাত্রদলের আহবায়ক রাজীব ইসলামের হাতে ক্ষুর দিয়ে আঘাত (কোপ/পোজ) করে রক্তাক্ত জখম করা হয়েছে।
বিকাল সাড়ে ৩ টার দিকে পল্টনে বিএনপির অফিসের সামনে এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে চিকিৎসার পর তারাব বিশ^রোড এলাকায় তার বাড়ীতে নিয়ে আসা হয়। বিএনপির একটি পক্ষ এ ঘটনা গোপন রাখার চেষ্টা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, দিপু ভুঁইয়ার অনুগত দুই গ্রুপ এই ঘটনা ঘটায়। রাজীব ইসলামের হাতে খুর দিয়ে পোজ দিয়েছে।
নেতারা অভিযোগ করে আরও বলেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রফিক ও তার সহযোগীরা সমাবেশে তার সাথে দ্বন্দ্বে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে তারাব পৌর ছাত্রদলের এই আহবায়কের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ