ফরিদপুরের বোয়ালমারীতে ফসলী জমি থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মাটি বহনকারী একটি ট্রাক ও একটি ট্রলী জব্দ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডে শিবপুর গ্রাম থেকে মাটি বহন গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের হাশেম শেখের ফসলী জমির মাটি ইট ভাটায় ও বিভিন্ন স্থানে ভরাট কাজে নেয়ার জন্য ঘটনা স্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ তিন ফসলী জমি নষ্ট করা যাবে না। সেলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে আমরা আসার আগে ঘটনা স্থল থেকে ভেকু ও ট্রলীর চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ার কারণে মাটি বহন দুইটি গাড়ি আটক করা হয়। মাটি বহন গাড়ি দুটি উপজেলায় রয়েছে। এর পর থেকে প্রতিনিয়ত এমন অভিযান অব্যাহত থাকবে।