নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকার কামরুল হাসানের মুদি দোকান ও রেস্টুরেন্টে গত ৩ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্ত্বরা জাঙ্গীর এলাকার জাপান বাংলাদেশ বৃদ্ধাশ্রমের পাশে অবস্থিত মুদিদোকান ও রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেয়।
আগুনে দোকান ও রেস্টুরেন্টে থাকা মালামাল, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়। অগ্নিকান্ডের ঘটনায় পরের দিন ৪ ফেব্রুয়ারি দোকান ও রেস্টুরেন্টের মালিক কামরুল হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত থানায় মামলা রুজু করা হয়নি। তবে থানা-পুলিশ বলছে, ‘তদন্ত চলছে, অবশ্যই মামলা রুজু করা হবে।’
এদিকে দোকান ও রেস্টুরেন্টের আগুনের ঘটনায় সর্বহারা হয়ে দিনকাটাচ্ছে ভুক্তভোগী ও তার পুরোপরিবার। ভুক্তভোগী কামরুল হাসান জাঙ্গাীর এলাকার মৃত ফিরোজ আলী ফকিরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই এলাকার কবির হোসেন ভুইয়ার ছেলে রাসেল ভুইয়া (৩৭), আয়নাল হকের ছেলে সাহিদুল (৩২), মোঃ কাবা মিয়ার ছেলে সালাম মিয়া (৩৫)সহ অজ্ঞাত ৬-৭ সদস্য সন্ত্রাসী জোরপূর্বক কামরুল হাসানের দোকান থেকে কিছু লোহার রড ও মাছ ধরার টেটা নিয়ে যায়।
এতে কামরুল হাসান বাঁধা দিলে সন্ত্রাসীরা দোকান ও রেস্টুরেন্ট আগুনে পুরিয়ে দিবে বলে হুমকি দিয়ে চলে যায়। ওই দিন রাতেই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দোকান ও রেষ্টুরেন্টে অগ্নিসংযোগ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনা মুদি দোকান ও রেষ্টুরেন্টে থাকা মালামাল ও আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জের কাঞ্চন ফায়ার ফার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই মামলা রুজু করা হবে।’
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ