চট্টগ্রামের বোয়ালখালীর কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি এক নারী সাংবাদিককে বিবস্ত্র করে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পৌরসভার কাউন্সিলর নাছের আলীর বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলর বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সহসভাপতির দায়িত্বও পালন করছেন।
আজ ১২ই ফ্রেরুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালখালী পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি।
জিডিতে উল্লেখ করা হয়, ওই সাংবাদিক রবিবার সকালে পেশাগত কাজে বোয়ালখালী পৌরসভায় যান। এ সময় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নাছের আলী তাকে দেখে নানা কটূক্তি করেন। পাশাপাশি পৌরসভা নিয়ে কোনো সংবাদ প্রকাশ করলে বিবস্ত্র করে মারধর এবং হত্যার হুমকি দেন।
জানতে চাইলে ভুক্তভোগী নারী সাংবাদিক বলেন ‘হঠাৎ তার এমন আচরণে আমি হতভম্ব হয়ে পড়ি। ভাষায় প্রকাশ করতে পারব না একজন পৌর কাউন্সিলরের এমন আচরণ। বিষয়টি তাৎক্ষণিক পৌরসভার মেয়রকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালানো হয়। পরে জীবনের নিরাপত্তা চেয়ে বোয়ালখালী থানায় জিডি করেছি।
জানতে চাইলে পৌর কাউন্সিলর নাছের আলী জানান রবিবার সন্ধ্যায় বলেন ‘ঘটনাটি মিটমাট হয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রপ্ত কর্মকতা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।