ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা আওতাধীন ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নের লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর শিশু কন্যা
ফারিয়া (৪) কে একই গ্রামের গিয়াস উদ্দিন (ধুল্লু) ছেলে শফিকুল ইসলাম (১৭) ৪ বছরের শিশু ফারিয়া কে ধর্ষন করেন এবং ধর্ষন এবং হত্যা শিশু ফারিয়াকে।
মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারী) সকাল ১০ টা ঠাকুরগাঁও সদর উপজেলা ১৮ নং শুখানপুখুরী ইউনিয়ন লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুর পরিবারের স্বজনরা জানায়,আমার বাড়ির পার্শ্ববর্তী ভুট্রা ক্ষেতে শিশুকে মাটিতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে চিল্লাচিল্লী শুরু করলে,ধর্ষক শরিফুল পালানোর চেষ্টা করেলে লোকজন তাকে ধরে ফেলায় এবং ঘটনাস্থানে গিয়ে শিশুকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বাসায় নিয়ে আসেন পরে পুলিশ কে খবর দেন, খবর পেয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান ও পুলিশ সদস্য গন ঘটনা স্থানে গিয়ে ধর্ষক শরীফুল ইসলাম ও তার বাবা এবং মা কে জিজ্ঞাসা করার জন্য ভূল্লী থানায় নিয়ে আসেন এবং লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান বলেন ধর্ষনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ