পিইডিপি -৪ এর আওতায় আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কুলধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত দুই রুম শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন প্রধান অতিথি ফরিদপুর -১ আসন( আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালি) মাননীয় সংসদ সদস্য মনজুর হোসেন (বুলবুল)। গত বুধবার( ১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২.৩০ টার সময় ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন,মো. শরিফুল ইসলাম, পরিচালনায় ৩ নং ওয়ার্ড মেম্বর সাইফুল ইসলাম।আরো বক্তব্য রাখেন,সংসদ সদস্যের সহধর্মিণী পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাবেক পরিচালক সেলিনা আক্তার,উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক, থানা অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ আবু তাহের, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার প্রীতি কণা বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম,কুলধর গ্রামের পক্ষ থেকে মানিক মল্লিক।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,প্রধান শিক্ষক রাহেলা খানম। ঠিকাদারী প্রতিষ্ঠান - মেসার্স এম ডি দেলোয়ার হুসাইন।প্রকল্পিত ব্যয় ৯০,৬৭,৭০১ চুক্তি মূল ৯৪,৪০০০০ টাকা। বাস্তবায়নের - স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) অধিদপ্তর।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ