ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও কভার্ডভ্যান সংঘর্ষে মোটরসাইকেল চালক যুবক নিহত।
নিহত মোটরসাইকেল চালক শেখর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আশরাফুল কাজী (২০)। রোববার সকাল দশটায় বাইখীর বনচাকী ফাজিল মাদ্রাসার সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক আশরাফুল ও আরোহী আইয়ুব আলী নামের আরেক একজনকে নিয়ে বোয়ালমারীতে যাওয়ার সময় অপর দিক থেকে আরএফএল কম্পানির কভার্ডভ্যানের সামনা সামানি সংঘর্ষে চালক ঘটনা স্থলে নিহত এবং আরোহী গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত আইয়ুবকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কভার্ডভ্যান থানায় আনা হয়েছে। পোস্টমর্টেম ছাড়া আবেদনের ভিত্তিতে মোটরসাইকেল চালকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কেউ মামলা করেননি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ