ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে কুশাডাঙ্গা বার্তা মডেল একাডেমীর উদ্যোগে মহান ২১ শে ফেব্রুয়ারী মাতৃ ভাষা দিবস উদযাপন করা হয়।
২১ শের প্রথম প্রহরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। প্রভাত ফেরী শেষে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অস্থায়ী ভাবে কাঠ দিয়ে নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বার্তা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা বোয়ালমারী বার্তা সম্পাদক প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি অ্যাড. কোরবান আলী, এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সমকাল প্রতিনিধি প্রেসক্লাব সাধারন সম্পাদক শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীর সিনিয়র শিক্ষক কাজী আমিনুল ইসলাম।
পর্যায়ক্রমে বার্তা মডেল একাডেমীর শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী আমিনুল ইসলাম, বার্তা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা অ্যাড.কোরবান আলী, বার্তা মডেল একাডেমীর অধ্যক্ষ নাজমা ইয়াসমিন, উপাধ্যক্ষ মো. সাহেবুল আলম, প্রেসক্লাব বোয়ালমারীর প্রচার সম্পাদক ও দৈনিক কুমার ও ভোরের দর্পণ প্রতিনিধি এস এম রুবেল, অর্থ সম্পাদক ও দৈনিক খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু প্রমুখ।