নারায়ণগঞ্জের রূপগঞ্জে অমর ২১শে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম পহরে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফিরোজ মাহমুদ মঙ্গল, তোফাজ্জল হোসেন, নাজির হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু, জাতীয় পার্টি নেতা আব্দুর রাজ্জাক, মোঃ বাবুল খান, খোকন মিয়া, মোঃ বিল্লাল হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্বাস আলী মেম্বার, জাতীয় পার্টি নেতা খোরশেদ আলমসহ অনেকে অংশ নেন।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ বাজানো হয়।
নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।