ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শনিবার ও রোববার দুই দিন ব্যাপী উপজেলার দিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের সভাপতি ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের কনসালটেন্ট ডা. কাজী মশিউল আলম বিপুল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু আহাদ মিয়া, সহকারি শিক্ষা অফিসার বশীর শরীফ, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ