নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াই হাজারের দুই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। মঙ্গলবার দুপুর ১ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ডহরগাঁও এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লেগেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। আমরাও পথে আছি। আগুন নিয়ন্ত্রণে এলে জানা যাবে সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ। তবে নাম না বলার সর্তে জানা যায় ভিতরে কয়েকজন লোক মারা গেছে। এ বিষয়ে সাংবাদিক পরিচয় পেয়ে মিলের মধ্যে ঢুকতে দেয়নি দায়িত্বে থাকা সিকিউরিটি।
অন্যদিকে আড়াই হাজারের এসপি কেমিক্যালে একই সময় আগুন লাগে। এখানে ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এসপি কেমিক্যালে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
তাঃ-২৮-২-২০২৩ ইং
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ