চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডে-কেয়ার সেন্টার’ এর আনুষ্ঠানিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ২:০০ টায় শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, ডে-কেয়ার সেন্টার বাস্তবায়ন কমিটির আহবায়ক চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. জরিন আখতার, চবি জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, চবি সহকারী প্রক্টর জনাব অরূপ বড়ুয়া, জনাব মরিয়ম ইসলাম ও জনাব হাসান মুহাম্মদ রোমান, চবি উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফারহানা রুমঝুম ভূঁইয়া, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব সৈয়দ জাহাঙ্গীর ফজলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুনের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাননীয় উপাচার্য তাঁর বক্তৃতায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কর্মজীবী পিতা-মাতার জন্য ডে-কেয়ার সেন্টার অত্যন্ত প্রয়োজনীয়। দেশে কিছু কিছু প্রতিষ্ঠানে এ ধরণের সেন্টার থাকলেও ব্যাপকভাবে এর সংস্কৃতি এখনও গড়ে উঠেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবী আজ বাস্তবায়িত হয়েছে। এ ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাঁদের সন্তানদের নিরাপদে এ সেন্টারে রেখে নিশ্চিন্তে থাকতে পারবেন। মাননীয় উপাচার্য এ ডে-কেয়ার সেন্টারে দায়িত্বরত ব্যক্তিবর্গকে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ প্রদান করেন।