শিরোনাম:
এম পির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় শেখ সেলিম সহ ১৬১৭ জনের নামে মামলা ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলল পঞ্চগড়ে নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যরা ন্যায়বিচার ও জেল থেকে মুক্তি এবং চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা : গঙ্গাচড়ার পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি বদলি ডিমলার স্বেচ্ছাসেবী আলমগীরের মরণোত্তর চক্ষুদান ঘোষনা বোয়ালমারীর ডিজিএম জানেননা বিদ্যুতের কি অবস্থা, ৬০ ঘন্টা বিদ্যুতহীন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

আলফাডাঙ্গা ১৭ কোটি টাকা ব্যয়ে ইসলামী ফাউন্ডেশন মডেল মসজিদ নির্মাণ অনিয়মের অভিযোগ।

আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা প্রতিনিধি;
  • আপডেটের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
43.0kভিজিটর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশন যৌথ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ নির্মাণ অনিয়মের অভিযোগ উঠেছে।গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৌরসভা ৬ নং ওয়ার্ড কাশিয়ানী রোড বিকাল ৫ টার দিকে নির্মাণ ভবনের ‘সো’ পিলার স্টিল শাটারের পরিবর্তে কাঁঠের শাটার ব্যবহার করতে দেখা গেছে।

অফিস সূত্রে, ফুরকান আহমেদ খান কোম্পানি লি. ঠিকাদার প্রতিষ্ঠান- ফরিদপুর গণপূর্ত মন্ত্রণালয়ের আরডিপিপিপি আওতায় ১৬ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয় নির্মাণ কাজ করছে। স্থানীয়রা জানান, স্টিল শাটারের পরিবর্তে কাঠের শাটার ব্যবহার করলে সিমেন্ট যুক্ত গ্রাউন্ডিং বের হয়ে যায়।

ফলে পিলারে মজবুদ কংক্রিটের জমাট বাঁধবে না, ঝুঁকিতে থাকবে ভবন।শুরুতে অনিয়মের মধ্য ফাউন্ডেশন ভীম নির্মাণ কালে কাটা ভিম ব্যবহার করেছিল। এলাকাবাসীর তোপের মুখে পড়ে। অভিযোগের ভিত্তিতে ফরিদপুর গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরজমিনে এসে কাজ বন্ধ করেছিল। বছর বেশি সময় পার করে আবার কাজ শুরু করেছে।আবার অনিয়ম করতে চোখে পড়ে।

সাইড ম্যানেজার অহিদ বলেন,আমি নতুন এসেছি শিডিউল কি আছে জানি না,আমার উপরের স্যাররা জানেন। সাব কন্টাকটার শহীদের রাজ মিস্ত্রি বলেন,আমাদের ফোরম্যান বাহিরে আছে, সিডিউলে কি ধরা আছে জানি না, তবে আমাদের ফোরম্যানকে যেভাবে সাব কন্টাকটার কাজ করতে বলে সেই ভাবে কাজ করা হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম বাবু মুঠোফোনে বলেন, সামনে এক তলা নিচু থাকায় সিডিউলে কাঠ ধরা আছে।পিছনের তিন তলায় স্টিলের কাছ করতে হবে।ভুল হলে আমার মিস্ত্রিকে বলে দিব সংশোধন করার জন্য।ঐ কাজে দায়িত্বরত উপ-সহকারী কৌশলী মো.সুমন মোল্লা বলেন,আমি নতুন এসেছি কোন অনিয়মের মধ্যে আল্লাহর ঘরের কাজ করতে দেওয়া হবে না।

সিডিউল মোতাবেক কাজ না করলে বন্ধ করে দেয়া হবে। ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুণ কুমার বিশ্বাস বলেন, আমি মিটিংয়ে ছিলাম সুমন ফোন করেছিল বিস্তারিত জানতে পারি নাই।এখন আপনার মাধ্যমে জানতে পারলাম খোজ নিয়ে সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে। ১-৩-২৩ ০১৭১১৪৭৪১৫৯

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x