ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশন যৌথ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ নির্মাণ অনিয়মের অভিযোগ উঠেছে।গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৌরসভা ৬ নং ওয়ার্ড কাশিয়ানী রোড বিকাল ৫ টার দিকে নির্মাণ ভবনের 'সো' পিলার স্টিল শাটারের পরিবর্তে কাঁঠের শাটার ব্যবহার করতে দেখা গেছে।
অফিস সূত্রে, ফুরকান আহমেদ খান কোম্পানি লি. ঠিকাদার প্রতিষ্ঠান- ফরিদপুর গণপূর্ত মন্ত্রণালয়ের আরডিপিপিপি আওতায় ১৬ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয় নির্মাণ কাজ করছে। স্থানীয়রা জানান, স্টিল শাটারের পরিবর্তে কাঠের শাটার ব্যবহার করলে সিমেন্ট যুক্ত গ্রাউন্ডিং বের হয়ে যায়।
ফলে পিলারে মজবুদ কংক্রিটের জমাট বাঁধবে না, ঝুঁকিতে থাকবে ভবন।শুরুতে অনিয়মের মধ্য ফাউন্ডেশন ভীম নির্মাণ কালে কাটা ভিম ব্যবহার করেছিল। এলাকাবাসীর তোপের মুখে পড়ে। অভিযোগের ভিত্তিতে ফরিদপুর গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরজমিনে এসে কাজ বন্ধ করেছিল। বছর বেশি সময় পার করে আবার কাজ শুরু করেছে।আবার অনিয়ম করতে চোখে পড়ে।
সাইড ম্যানেজার অহিদ বলেন,আমি নতুন এসেছি শিডিউল কি আছে জানি না,আমার উপরের স্যাররা জানেন। সাব কন্টাকটার শহীদের রাজ মিস্ত্রি বলেন,আমাদের ফোরম্যান বাহিরে আছে, সিডিউলে কি ধরা আছে জানি না, তবে আমাদের ফোরম্যানকে যেভাবে সাব কন্টাকটার কাজ করতে বলে সেই ভাবে কাজ করা হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম বাবু মুঠোফোনে বলেন, সামনে এক তলা নিচু থাকায় সিডিউলে কাঠ ধরা আছে।পিছনের তিন তলায় স্টিলের কাছ করতে হবে।ভুল হলে আমার মিস্ত্রিকে বলে দিব সংশোধন করার জন্য।ঐ কাজে দায়িত্বরত উপ-সহকারী কৌশলী মো.সুমন মোল্লা বলেন,আমি নতুন এসেছি কোন অনিয়মের মধ্যে আল্লাহর ঘরের কাজ করতে দেওয়া হবে না।
সিডিউল মোতাবেক কাজ না করলে বন্ধ করে দেয়া হবে। ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুণ কুমার বিশ্বাস বলেন, আমি মিটিংয়ে ছিলাম সুমন ফোন করেছিল বিস্তারিত জানতে পারি নাই।এখন আপনার মাধ্যমে জানতে পারলাম খোজ নিয়ে সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে। ১-৩-২৩ ০১৭১১৪৭৪১৫৯
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ