জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেটর অনার্স ফাইনাল পর্বের (চতুর্থ বর্ষের) শিক্ষার্থীদর ৩দিনের মাঠ সম্প্রসারণ সফর শীর্ষক আলাচনা সভা বুধবারে মির্জা আজম অডিটারিয়াম অনুষ্ঠিত হয়।
আলাচনা সভায় সভাপতিত্ব করেন-ইউএনও েসলিম মিঞা। মাঠ সফরর উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কামরুল আলম খান।
বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস সাত্তার, সহকারি অধ্যাপক ড. সাইফুল ইসলাম সাইফ, কৃষিবিদ মোখলেসুর রহমান, উপজলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, এসিল্যান্ড জহুরা আক্তার যুথি, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, রিপার্টার্স ইউনিটির সভাপতি ইত্তফাক সংবাদদাতা মোঃ. শাহ্ জামাল প্রমুখ। সভায় উপজলা পরিষদর বিভিন দপ্তরর কর্মকর্তা রিসার্সপার্সন হিসেবে উপস্তি ছিলেন। #
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ