হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বুধবার (১ মার্চ) দুপুরের দিকে তিনটি বাইসাইকেল ফরহাদাবাদ সরকারি শিশু পরিবারে পৌছে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার।
সাইকেল প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন জাবেদ হোসেন মাসুম, নাজমুল আকতার সবুজ ও বোয়াল খাং লিরান বম। তারা প্রত্যেকেই নাজিরহাট কলেজ একাদশ শ্রেণির বাণিজ্য শাখার শিক্ষার্থী।
এর আগে গতকাল মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী বিকালে জেলা প্রশাসক ফরহাদাবাদ সরকারি শিশু পরিবারে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি নাজিরহাট কলেজে অধ্যয়নরত ৩ শিক্ষার্থী তাদের কলেজে যাতায়াতে অসুবিধার কথা শুনেন।এরপর তিনি শিক্ষার্থীদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তাদের সমস্যাটি বোঝার চেষ্টা করেন। পরে তাদের ৩ জনকে ৩টি সাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, গতকাল ফরহাদাবাদে অবস্থিত সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। পরিদর্শনকালে নাজিরহাট কলেজে অধ্যয়নরত ৩ শিক্ষার্থী তাদের কলেজে যাতায়াতে অসুবিধার কথা জেলা প্রশাসক মহোদয়ের নিকট তুলে ধরেন।
জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তাদের সমস্যাটি বোঝার চেষ্টা করেন। পরে তাদের ৩ জনকে ৩টি সাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। কথামতো আজ বুধবার ১ মার্চ দুপুরের দিকে তিনটি বাইসাইকেল ফরহাদাবাদ সরকারি শিশু পরিবারে পৌছে দেওয়া হয়। এ সময় সাইকেল পেয়ে শিক্ষার্থীরা খুবই আপ্লূত! তারা জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।