আসন্ন ২১মার্চ বোয়ালমারী কন্সট্রাক্টশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে চুন্ন-মহু- জাহাঙ্গীর প্যানেলের মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। সোমবার রাতে পৌর শহরের অডিটোরিয়াম হল রুমের পাশে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভাপতি পদে চুন্নু মিয়া – সাধারন সম্পাদক পদে মহিদুল ইসলাম (মহু) এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন প্যানেলের মনোনয়ন জমা দান করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. পিরোজ হোসেন, সহসভাপতি খোশবু মৃধা, পৌর সাধারন সম্পাদক মো. রবিউল মিয়া, উপজেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস মোল্যা, সাবেক সভাপতি রেজাউল করিম। উল্লেখ্য এসময় সেখানে নির্মাণ শ্রমিক কন্সট্রাক্টশন এন্টারপ্রাইজ ইউনিয়নের সদস্য বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।