যশোরের অভয়নগরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ( সফল ফর আই ডব্লিউ আর এম) প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কর্মশালায় নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালন কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. আনঞ্জুমানারা বেগম, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দীন, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কপিল রায়, শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহিরুল হক, সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টের সারসংক্ষেপ তুলে ধরেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার (safal for iwrm) রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার কৃষিবিদ ডা. নাজমুন নাহার। এছাড়া প্রজেক্টের সুফল নিয়ে উম্মুক্ত আলোচনা করেন (safal for iwrm) প্রজেক্ট ম্যানেজার (জাগরনী চক্র ফাউন্ডেশন ) বি এম সাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মোঃ আবুল ফজল প্রোগ্রাম অফিসার রিজেনারেটিভ এন্ড ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া।