ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারাংকুলা গ্রামে মাঝকান্দি-ভাটিয়া পাড়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে রাখা গাছের স্তুপের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলে চালকের মৃত্যু হয়।
অপর দিকে গুরুত্বর আহত আবস্থায় মোটরসাইকেল আরোহী কিশোরীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেলে নেয়ার সময় পথি মধ্যে মারা যান। মোটরসাইকেলে থাকা আরেক জন আরোহী যুবক শফিকুল ইসলাম আহত হয়। আহত অবস্থায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত দু’জন শামিম মোল্যা (২৬) এবং তার বিয়াইন নিহত কিশোরী সুমাইয়া (১৭)। মোটরসাইকেল আরোহী তিন জনের বাড়ি পৌর সভার ৫নং ওয়ার্ড কলারন গ্রামে। জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে শামিম মোল্যা, শফিকুল ইসলাম ও সুমাইয়া একই মোটরসাইকেলে সহস্রাইল বাজারে যাওয়ার সময় বারাংকুলা সবুজ বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে সড়কের পাশে স্তুপ করে রাখা গাছে ধাক্কা লেগে চালক শামিম মোল্যার মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যায়।
অপর আরোহী সুমাইয়াকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেয়ার সময় পথি মাঝে মারা যান। বোয়ালমারী থানার এসআই সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন। পরবর্তী ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।