প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৩, ১১:০০ পি.এম
যশোর মনিরামপুরে সফল ফর আই ডব্লিউ আর এম প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত।
মণিরামপুরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (সফল ফর আই ডাব্লিউ আর এম) প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। নেদারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রজেক্ট ম্যানেজার (জাগরনী চক্র ফাউডেশন) বিএম সাইদুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, মণিরামপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে মনিরামপুরের ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার প্রায় সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রজেক্টের সুফল নিয়ে উন্মুক্ত আলোচনা করেন প্রোগ্রাম অফিসার রিজেনারেটিভ এগ্রিকালচার এন্ড ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ডাঃ মো: আবুল ফজল। প্রজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং এই প্রকল্প বাস্তবায়িত হলে ব্যাপক সংখ্যক জনগণ কিভাবে এর সুফল পাবে তা তুলে ধরেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ
Copyright © 2024 wsbnews24.com. All rights reserved.