শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় নওগাঁ জেলার মুক্তির মোড়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাডঃ সোমেন কুন্ডু।
সাধারণ সম্পাদক সুবীর দাস, সাংগঠনিক সম্পাদক নিরব দাস, সাগর পাল, দেবাশীষ, শান্তনু , পূজা সরকার, সৌরভ, তাপস, তনয়, নিরব কুমার দাস -সাংগঠনিক সম্পাদক, দেবাশিস রায় – যুগ্ম সাংগঠনিক সম্পাদক, নিখিল কুমার-প্রচার সম্পাদক
সমেন্দ্রনাথ দাস,সত্য বসাক,শয়ন কূমার অভি,মলয় সরকার,নয়ন চন্দ্র মন্ডল, নয়ন কুমার সাহা,সাম্য বর্মন,রকি বর্মন,রকি কুমার, সুইট বর্মন,তাপস কুমার সহ আরো অনেকে। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সংসদে ১৬ জন হিন্দু সংসদ সদস্য রয়েছেন।
কিন্তু হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে তাদের কোনো ভূমিকা নেই। কারণ, তারা দলের ইচ্ছার বাইরে গিয়ে কথা বলতে পারেন না। তারা উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য সরকারের নিকট আগামী নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংবিধান সংশোধন করে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর দাবি জানান। অন্যথায় দেশের হিন্দু সম্প্রদায় ভোট বর্জনের মতো কর্মসূচি নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।