ফরিদপুরের বোয়ালমারীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) ।
উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মঙ্গলবার ( ১৪ মার্চ) বিকেলে থানা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভরাটকৃত জমিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। শহীদ মিনারের সামনে ডোবা থাকায় সেখানে লোকজন যেতে স্বাচ্ছন্দ বোধ করতো না।
ভাষা শহীদদের স্বরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারি তে ভাষা দিবসে স্কুল, কলেজের শিক্ষার্থীরা, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিতে আসলে স্বল্প জায়গার কারণে গরু হাটা দাঁড়িয়ে থেকে সিরিয়াল দিয়ে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন।
উপজেলা প্রশাসন ডোবা ভরাট করে বৃক্ষরোপন করে একটি নান্দনিক বাগান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। বৃক্ষরোপন কর্মসূচী শেষে উপজেলা প্রশাসন (ইউএনও) অফিস, ভূমি অফিস এবং থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার (পিএএ) ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার কেএম জহুরুল হক, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা সহকারি ফরেস্টার শাহাদাত হোসেন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ