মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর এর উদ্যোগে ১১ দিন ব্যাপি (২০-৩০ মার্চ) ‘মুক্তিযুদ্ধের দলিল ও চিত্র’ শীর্ষক এক প্রদর্শনী চবি জাদুঘরের প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে।
সোমবার (২০ মার্চ) চবি জাদুঘরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
এসময় চবি জাদুঘর এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব, চবি জাদুঘরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সূধিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে চবি মাননীয় উপাচার্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।