বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার উদ্যোগে পৌরসভার ৪নং ওয়াডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের খাঁস নওগাঁ ঈদগাহ মাঠে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজন এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিমল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুব হক কমল, পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বলিহার ইউনিয়নের চেয়াম্যান এসএম মাসফিকুর রহমান মাহিম, জেলা মহিলা লীগের, সাধারন সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) মুন্নি সরমা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, সহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ালীগের বিভিন্ন ওয়াড থেকে আগত বিভিন্ন পযার্য়ের প্রায় ৫শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।