যশোর ডিসি অফিস হল রুমে ২১ মার্চ ২০২৩ তারিখে SAFAL for IWRM (সফল ফর ইনট্রিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজম্যান্ট) প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কাজী মাজেদ নেওয়াজ, পরিচালক কর্মসূচি জাগরণী চক্র ফাউন্ডেশন,
সফল ফর আই ডব্লিউ আর এম প্রকল্পের পরিচিতি, লক্ষ্য-উদ্দেশ্য,প্রকল্প সারসংক্ষেপ এবং প্রকল্প বাস্তবায়ন হলে ক্যাচমেন্ট এরিয়ার কৃষকরা নিম্ন লিখিত সুবিধা পাবে বলে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার কৃষিবিদ ড: নাজমুন নাহার।
-সার্বক্ষণিক পানি সেচ ব্যবস্থা থাকায় দুই ফসলী জমি তিন ফসলী জমিতে রূপান্তরিত হবে,খালের পানিতে মাছ চাষ এবং পাড়ে সবজি ও ঘাস চাষ,মাটির নিচ থেকে পানি উত্তোলন কমে যাবে,উৎপাদন খরচ কমবে, সামগ্রিকভাবে উৎপাদন বাড়বে এবং বর্ষার সময় বেশি বৃষ্টি হলে জলাবদ্ধতা থাকবে না, কম পানি ব্যবহার করে কৃষিজ উৎপাদন করা যাবে,কৃষিতে ক্লাইমেট স্মার্ট/পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়বে
-উম্মুক্ত আলোচনার পর্বটি পরিচালনা করেন প্রধান অতিথি হিসেবে এডিসি রফিকুল ইসলাম তিনি ওয়ার্কশপে উপস্থিত সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি সবার মতামত জানতে চান এবং উন্মুক্ত আলোচনায় সবাই মতামত দেন যে প্রকল্পটি সঠিকভাবে সবার সহযোগিতায় বাস্তবায়িত হলে এটা একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে ইতিহাসে নাম লেখা থাকবে! এডিসি সমাপনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন সমাপ্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য মুল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোর,জেলা মৎস্য কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা SRDI,উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা BARI,Chief LGED কর্মকর্তা,জেলা সমবায় কর্মকর্তা, প্রকৌশলী BADC ইরিগেশন,উপজেলা নির্বাহী কর্মকর্তা যশোর সদর, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বণ্টনের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা যশোর সদর, উপজেলা কৃষি কর্মকর্তা বাঘারপাড়া, উপজেলা মৎস্য কর্মকর্তা বাঘারপাড়া, উপজেলা কৃষি কর্মকর্তা যশোর সদর, লাইভস্টক এক্সটেনশন অফিসার-যশোর সদর, চেয়ারম্যান হৈবতপুর , চুড়ামনকাঠি, ইউনিয়ন ,চ্যানেল আই প্রতিনিধি এবং বাংলাদেশ প্রতিনিধি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ