ফরিদপুরের বোয়ালমারী কন্সট্রাক্টশন এন্টার প্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম।
মঙ্গবার ২১ মার্চ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরতহীন ভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।
নির্মাণ শ্রমিক ইউনিয়ন পরিষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী আনারস প্রতীক নিয়ে ৫১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী চুন্নু মিয়া গরুর গাড়ী প্রতীক নিয়ে ৪৩৫ ভোট পান।
সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম গোলাপ ফুল নিয়ে ৫৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মহিদুল ইসলাম ২৮৪ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে মো. রাহাতুল করিম মই প্রতীক নিয়ে ৫১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে মো. সেলিম শেখ জিরাফ প্রতীক নিয়ে ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহসাধারন সম্পাদক পদে শহিদুল ইসলাম উড়োজাহাজ প্রতীক নিয়ে ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রচার সম্পাদক পদে ইকবাল শেখ আপেল প্রতীক নিয়ে ৪৪৪ ভোট পেয়ে বিজয়ী হোন,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারুক শেখ ফুটবল প্রতীক নিয়ে ৪৪৮ ভোট পান, সমাজ কল্যান সম্পাদক আবুল কালাম চেয়ার প্রতীক নিয়ে ৪১২ ভোট পেয়ে বিজয়ী হোন, দপ্তর সম্পাদক পদে বাবুল মোল্যা কাঠাল প্রতীক নিয়ে ৪৭১ ভোট পেয়ে বিজয়ী হোন,
কোষাধ্যক্ষ পদে ওয়ালিয়ার শেখ খেজুর গাছ মার্কা নিয়ে ৪৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিমার্ণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতারা বুধবার (২২মার্চ) বোয়ালমারী আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ও সাধারন সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় শ্রমিক নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতারা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ