নগরীর ডবলমুরিং থানাধীন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ। সড়ক ও ফুটপাতের উপর বসানো কয়েকশ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নগরীর বাণিজ্যিক এলাকা খ্যাত আগ্রাবাদ, এক্সেস রোড, শেখ মুজিব রোড, চৌমুহনী ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ।
ফুটপাত ও সড়কের একটি অংশ দখল করে দোকানসহ স্থাপনা বসানোর কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি নানা দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন দৈনিক যায়যায় কালকে বলেন, বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ, বাণিজ্যিক এলাকা হিসেবে সারাদেশে বেশ পরিচিত।
জনসাধারণের চলার সুবিধার্থে এ এলাকাটি ফুটপাত মুক্ত করা খুব জরুরী হয়ে পড়েছে। কারণ, প্রতিনিয়ত কোন না কোন দুর্ঘটনার শিকার হচ্ছে এ রাস্তা ব্যবহারকারী সাধারণ জনগণ। তাই, জনগণের স্বার্থ বিবেচনা করে, এই গুরুত্বপূর্ণ এলাকা থেকে ফুটপাত মুক্ত করার লক্ষ্যে ডবলমুরিং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও ফের প্রভাবশালীদের ছত্রছায়ায় নতুন করে স্থাপনা বসানো হয় বলে অভিযোগ রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ