নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিসের সামনের রাস্তার উপর সিএনজি থেকে সন্দেহজনক ভাবে তল্লাশি চালিয়ে রাব্বি (১৯) এর কাছ থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ভুলতা পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান ও তার সঙ্গীও ফোর্স।
পরে এস আই মিজানুর রহমান জানান, আমরা আমাদের কর্তব্যরত ডিউটি পালন করছি এবং ডিউটি পালন করার সময় আমরা সন্দেহ ভাজক কিছু কিছু সিএনজিতে তল্লাশি চালাই পরে (২৫-০৩-২০২৩ ইং) তারিখ শনিবার ভোর ৫ঃ৪০ মিনিটের দিকে তল্লাশি চালিয়ে এই রাব্বি (১৯)এর সাথে থাকা স্কুল ব্যাগের থেকে ৮ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়েছে।
পরে আমরা রাব্বি কে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করলে জানতে পারি, তার নাম- রাব্বি(১৯), পিতা- ওমর আলী, সাং- রাংকিয়া, থানা- ঝিনাইগাতি, জেলা- শেরপুর। এবং সে শেরপুরের সীমানায় থাকা ভারতের ভার থেকে এই বিদেশী মদ নিয়ে এসে প্রতিনিয়তই সোনারগাঁও থানার মদনপুর সাপ্লাই দিয়ে থাকে।
এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিনিয়ত আমি সহ আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির টিম কর্তব্যরত ডিউটি পালন করে যাচ্ছি। শনিবার ভোর রাতে ৫ঃ৪০ মিনিটের দিকে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির ডিউটির টহল টিম কর্তব্যরত ডিউটি পালন করার সময় সন্দেহভাজক তল্লাশি চালিয়ে সিএনজি থেকে রাব্বি নামের ১ মাদক ব্যবসায়ীকে ৮ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ