চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মাসুদ (৩৬) নামে এক, প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ মার্চ) রাতে তারাবির নামাজের পর বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলী এবং তাঁর প্রতিদ্বন্দ্বী আকতার এর সাথে নির্বাচন পরবর্তী বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে একটি সুত্রে জানা গেছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা আকতারের বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয় সুত্র জানায়। নিহত মাসুদ ইউছুফ আলী মেম্বারের সমর্থক।