রবিবার (২৬ ই মার্চ) হাটহাজারী পৌরসভায় মনোরম পরিবেশে অবস্থিত মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে ৫২ তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়, দিবসটি পালন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা তাপসী তালুকদার, জেসমিন আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম, মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক মোঃ শফি উল্লাহ, মোঃ আব্দুর রহিম আলমগীর, মোঃ রাইহান, নুসরাতুল হক, মোঃ আনিসুল ইসলাম, মোঃ মাহমুদুল করিম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবু তৈয়ব প্রমূখ।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, আমরা স্বাধীনতার ৫২ তম বার্ষিকী পালন করছি আজ, শোষনমুক্ত, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা আমরা এখনো গড়ে তুলতে পারিনি। সামাজিক ন্যায় বিচার এখনো অধরা রয়ে গেছে, স্বাধীনতার অঙ্গীকার গুলি পূরণ করতে পারলেই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ ও সুফল উপভোগ করতে পারবে, এই অঙ্গীকার গুলি পূরণ হলে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা- বোন তাঁদের বিদেহী আত্মা শান্তি লাফ করবে, নতুন প্রজন্মকে পড়া শোনার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ জন সম্পদে পরিনত করে স্বাধীনতার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করার আহবান জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ