ফরিদপুরের আলফাডাঙ্গায় বসতভিটার ঘরবাড়ি ভেঙ্গে জোর পূর্বক জায়গা দখলের পায়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষি ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মো: হাবিবুর রহমান গং এর বিরুদ্ধে ১৪৪ ধারা ফৌজদারী কার্যবিধি মামলা করেন।
মামলা সুত্রে জানা যায়,উপজেলাধীন গোপালপুর ২৮ নং মৌজার সিএস ৩১৬ নং খতিয়ানে ৯৩৩ নং দাগে ৩১ শতাংশ জমি রেকর্ডীয় মালিক ফাজেল শেখ মৃত্যুয়ান্তে তদীয় পুত্র আব্দুস সামাদ শেখের কাছ থেকে গত ১০/৪/১৯৫৪ ইং তারিখে ৮৩৭ নং পাট্রা দলিল মুলে সার্জন খা মালিক হয়ে ভোগ দখল করে বিগত ৬/২/১৯৯১ ইং তারিখে ২১২ নং কবলা দলিল মুলে মরহুম শওকত আলী (মশিউরের পিতা) মালিক হয়ে জমিতে ঘরবাড়ি করে ভোগ দখলে আছে।
মশিউর রহমান ব্যাংকে চাকুরী করায় ঢাকা থাকার জন্য গ্রামের বাড়িতে ফাঁকা থাকার সুবাদে বিবাদীগন বসতভিটার ঘরবাড়ি ভেঙ্গে জোর পূর্বক জায়গা দখলের পায়তারা করছে মর্মে শান্তিভঙ্গের আশংকা রয়েছে বলে আদালতে মামলা করে সুবিচার দাবী করেন মশিউর।
জানতে চাইলে হাবিবুর রহমান বলেন আমরাও আদালতে মামলা করেছি। এ বিষয় থানা অফিসার ইনচার্জ আবু তাহের জানান, আইন শৃঙ্খলা রক্ষায় উভয় পক্ষকে নোর্টিশ করা হয়ে
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ