ফরিদপুরের বোয়ালমারীতে অস্ট্রেলিয়ান জাতের দেড় লক্ষ টাকার গাভী দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীমী মোল্যার বাড়ি রয়েছে। তার দাবী তিনি ১ লাখ ৯ হাজার টাকায় ক্রয় করেছেন। তবে তার স্ত্রী চোরাই গরুর কথা স্বীকার করে বলেছেন ভেজাল পূর্ণ গরুর কারণে আমাদের গোয়ালঘরে আটকে রাখা হয়েছে। এটা আমরা ক্রয় করিনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (২০মার্চ) ভোর চারটায় দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাচু শেখের ছেলে আলমগীর শেখ গরুটা পিকআপে করে তার বাড়িতে আনার সময় সিদ্দিক মেম্বারের ছ’ মিলের পাশে স্থানীয় লোকজন দেখে ডাকচিৎকার দিলে অন্যান্ন লোকজন এসে তাকে গরুসহ আটক করে।
একই গ্রামের লোক হওয়াতে ধৃতকারিদের তাদের হাতে পায়ে ধরে রেহায় পান। পরে একই গ্রামের দুলু শেখের গোয়ালঘরে গরুটাকে আটকিয়ে রাখা হয়, মঙ্গলবার আলমগীরের বাড়িতে গরু নিয়ে বসলে বৃহস্পতিবার দাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গরু তার বাড়িতে নিয়ে আসে। তবে আলমগীর গা ঢাকাদিয়েছে তার খোঁজ পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় স্থানীয় লোকজন ফুলে ফেপে উঠছেন। তারা বলছেন আলমগীর এর আগেও অনেলবার গরু চুরি করেছে বলে জানান। এটা তাল পেশা হয়ে দাঁড়িয়েছে।
এ নিয়ে শামীম মোল্যা বলেন, এ গরুটা আমি ১ লাখ ৯ হাজার টাকায় আলমগীরের কাছ থেকে ক্রয় করেছি। তাকে নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। গরুটা নাকি গর্ভবতী, বাকি টাকা গর্ভবতী নিশ্চিত হলে দেয়া হবে। গরুটা আমার কাছে আছে।
আলমগীর বর্তমান পলাতক রয়েছে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
জয়নগর ফাঁড়ির ইনচার্জ সুব্রত বলেন, চোরাই গরু নিশ্চিত করা হয়েছে। জানা গেছে ওই চোরাই গরটা ফরিদপুর সদর থানা এলাকার।