শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের পটিয়াতে বাসের পেছনে বাসের ধাক্কা,নিহত ২ বোয়ালখালীতে চোরাই মদসহ গ্রেপ্তার এক ৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান গঙ্গাচড়ায় বেতগাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ফরম বিতরণ গেপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত নওগাঁ এডুকেশন  ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী; স্থাপন বন্ধের দাবী চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক এয়ারপোর্ট থানাপুলিশের অভিযানে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক কেয়ার একাডেমির উদ্যোগে  ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান

বোয়ালমারীতে বসতভিটা থেকে উচ্ছেদ করতে পুলিশ এনে ঘরে তালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
44.2kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে জোরপূর্বক বসতভিটা থেকে মেয়ে ও জামাইকে উচ্ছেদ করতে পুলিশ এনে হুমকি ধামকি ও ঘরে তালা ঝুলানোর অভিযোগ উঠেছে সালেহা নামের এক মহিলার বিরুদ্ধে। ঘরে তলা ঝুলানোর কারণে বসবাসকারী রুকসানা ও তার স্বামী টিটিআর ও মেয়েকে নিয়ে বাহিরে অবস্থান করতে দেখা যায়।

রোববার ২৬ মার্চ সরেজমিনে গিয়ে জানা যায়,
উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডুরামদিয়া গ্রামে রুকসানা বেগম নামে এক নারীর দলীলকৃত ক্রয় সম্পত্তিতে ফুল ওয়াল ঘর নির্মাণ করে তিন বছর যাবত স্বামী টিটিআর খানকে নিয়ে বসবাস করেন। তার ঘর ও বাড়ি থেকে উচ্ছেদ করতে ওই নারীর মা সালেহা বেগম ও তার আপন দুই ভাই কামরুল খান (৪০), আমিরুল খান (৩৫) ও তার মামা আদু খান (৫২) মিলে (১৮ মার্চ) শনিবার সকালে মারধর করে ঘরের দরজা কুপিয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। ঘরের আসবাব পত্র ভাঙচুর করে ঘরে থাকা স্বর্ণ ও টাকা লুট করে নিয়েছে বলে জানান রুকসানা নামের ওই নারী। পরে (২০মার্চ) রুকসানা বাদী হয়ে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৯৭। এ মামলায় আসামী ছিলেন, আমিরুল খান ও তার ভাই কামরুল খান, ও তার মামা আদু খান, ও বোন জামাই রাজা খন্দকার, ও বোন মুক্তি বেগম।

আদালতে মামলা দেয়ার কারণে সালেহা বেগম (২৫মার্চ) দুপুরে জয়নগর ফাঁড়ি থেকে পুলিশ এনে ওই নারীর স্বামী টিটিআর খান ও তার দেবরকে মারধর করে দেবর নিটুল খানের হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়িতে নিতে চাই। এমনকি তাদের বসত ঘরে তালা ঝুলিয়ে থানায় শালিশ করতে বলে যান ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক সুব্রত।
নিটুল খান এ বিষয়ে বলেন, গত শনিবার ফাঁড়ির পুলিশ আমার ভাই ও ভাবির ঘরে তালা মারার সময় আমি বলে ছিলাম স্যার এঘরে দু পক্ষের তালা মারেন। তখন তিনি রেগে গিয়ে আমার মুখে থাপ্পর মেরে হাতে হাতকড়া পড়িয়ে ধরে নেয়ার হুমকি দেন। আমাকে পেন্ডিং মামলার হুমকি দিয়ে বলেন শালা তোকে পরিমলের বাড়ির ডাকাতি মামলায় ভরে দিব।
এনিয়ে ওই ভুক্তভোগী পরিবারটি ভয়ভীতিতে বসবাস করছেন।

তিন বছর পূর্বে দুবাই রাষ্ট্রে প্রবাসে থাকা কালীন রুকসানার নামে শফিউল আলম ইশারত এর কাছ থেকে ২৯৯ নং মৌজার ৩৩৯ নং খতিয়ানের ১৫৯৪ নং দাগের ১৩ শতাংশ জমি ২০১৬ সালের ১৯ মে ক্রয় করে দেন তার পিতা। সে জমিতে পাকাঘর নির্মাণ করে বসবাস করেন রুকসানা ও তার স্বামী টিটিআর খান । সে ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ করতে পায়তারা শুরু করছেন রুকসানার মা সালেহা বেগম ও সালেহার ভাই আদু খান এবং দুই ছেলে কামরুল খান ও আমিরুল খান।

এ নিয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সুব্রত বলেন, মা ও মেয়ে ও জামাইয়ের ব্যাপারতো তারা দুই পক্ষ তালা মারে, এবং দুই পক্ষের লোকজন বলেন, এটা আমার ওটা আমার। পরে তাদের দু পক্ষকে থানায় এসে শালিসের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে। তবে এখানে নিটুল খান তার ভাইকে সেখান থেকে সরিয়ে নিতে গেলে তখন কি করতে হয় বলেনতো ভাই। আপনি থাকলে বুঝতে পারতেন! বিষয়টা কি?
বর্তমান দু পক্ষের তালা মারা রয়েছে। টিটিআর ও তার ভাই নিটুলকে কোন মারধর করা হয়নি।

অভিযুক্ত নারী সালেহার স্বামীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি বলে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x