ফরিদপুরের মধুখালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নের অসহায় হতদরিদ্রের মাঝে বিভিন্ন স্থানে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী বিতরণ করেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর- ১আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সৈয়দ শামীম রেজা।
বিশেষ অতিথি ছিলেন, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির হোসেন, সাংবাদিক আমিনুর রহমান আচ্চু, সাবেক ছাত্রলীগ নেতা আমির নেওয়াজ হিল্লোল প্রমুখ।