আসন্ন (বোয়ালখালী,চান্দগাঁও,পাঁচলাইশ,বায়েজিদ আংশিক) আসনের সাংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব নোমান আল মাহমুদ,চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র আলহাজ্ব আ,জ,ম নাসির আধ্যাত্মিক জ্ঞান চর্চার অনন্য লীলাভূমি আহলা দরবার শরীফ জেয়ারত করলেন।
আজ ২৪ শে এপ্রিল সোমবার আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা কুতুবে জামান,কুতুবুল আকতাব জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ),সুলতানুল মোনাজেরীন হযরত শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম নূরী বাবা (রহঃ) এবং আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল,হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী,আল-চিশতী সাহেব ক্বেবলা (রহঃ)'র মাজার শরীফ জেয়ারত শেষে নেতৃবৃন্দ আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে আসন্ন সাংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নোমান আল-মাহমুদ,সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ,জ,ম নাসির উদ্দিন সহ নির্বাচনী প্রচারনায় আসন্ন উপ-নির্বাচনে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)'র দোয়া কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শফর আলী,সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক,বোয়ালখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নূরুল আলম,বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা এস,এম সেলিম,বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) আব্দুর রাজ্জাক,বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি,জি,এম) রফিকুল আজাদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল আমিন চৌধুরী,কেন্দ্রীয় আঞ্জুমানের সদস্য,বোয়ালখালী জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান খোকা,কেন্দ্রীয় আঞ্জুমানের সদস্য ছরওয়ার জামান,দরপপাড়া আঞ্জুমানের সভাপতি,কাউন্সিলর ঈসমাইল হোসেন চৌধুরী আবু,আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী,মোহাম্মদ সাইফুদ্দীন,সাবেক ছাত্রনেতা আরিফুল হাসান রুবেল,বোয়ালখালী ছাত্রলীগ সভাপতি দরপপাড়া আঞ্জুমানের সদস্য ইকরামুল হক মুন্না সহ দরবারের অসংখ্য ভক্ত আশেক উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ