পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘটনার ৮ দিন পরে জাতীয় পার্টি (মঞ্জু) কতৃক দায়েরকৃত মামলায় তেলিখালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু সহ দলীয় ৩৫ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ৫নং ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে ৫নং ধাওয়া ইউনিয়নের বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি আব্দুর রশিদ মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক পিন্টু মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসাইন,ইউপি সদস্য ফিরোজ হোসেন মুন্সি সহ আরো অনেকে।উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের তথ্য সম্পাদক শাজু রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদি তালুকদার।উপজেলা যুবলীগের সদস্য রাসেল তালুকদার।
মানববন্ধনে বক্তারা প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ