পাবনায় সরকারি ইজারাকৃত হাট দখল করে মার্কেট তৈরীর পায়তারা করছে ইউপি চেয়ারম্যান ও ইজারাদার।
অনুসন্ধান সুত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া হাট দখল করে মার্কেট তৈরীর পায়তারা করছে ইউপি চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী মুন্তাজ ও তার ভাই মোহাম্মদ আলী। হাটটির ইজারাদার পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুর ভাই খন্দকার শরীফুল ইসলাম আলো। চেয়ারম্যান ও তার ভাই এবং ইজারাদারের যোগসাদৃশ্যে টেবুনিয়া হাটের উপর অবৈধ মার্কেট তৈরীর কাজ করছে শ্রমিকরা। এতে ক্ষুদ্ধ হয়েছে হাটের ব্যবাসায়ী ও দোকানদারা।
এ বিষয়ে রফিক নামে একজন ব্যবসায়ী জানান, আমাকে সরসারি বলে না যে উঠে যা তবে মাঝে মাঝে চেয়ারম্যান এর ভাই মোহাম্মদ আলী এসে বলে এখানে মার্কেট হবে, দেখছিস না কলাম লাগানো হচ্ছে। মুলত রাতের আধারে কলাম ও টিন লাগানো হয়। কখন যে আমার ছোট দোকানটি পুরিয়ে ফেলবে আমার জানা নেই। আমি শঙ্কিত ও ভীত অবস্থায় রয়েছি।
এ বিষয়ে এলাকাবাসীরা জানান, বাপ-দাদা চৌদ্দ গুস্টির লোক আমরা এখানে হাট-বাজার করি। কখনো কেউ মার্কেট করার কথা ভাবেনি। এই মার্কেট এখানে হলে টেবুনিয়া হাট বলে আর কিছু থাকবে না। আমরা মার্কেট অপসারণ চাই।
এ বিষয়ে মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী মুন্তাজের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার জানান, রাষ্ট্রীয়কাজে ব্যস্ত সময় পার করছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ